বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। মঙ্গলবার (২৭ অগস্ট) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৭ অগস্ট) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। জয় শাহ ছাড়া আর অন্য কেউই মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এ ভারতীয় সংগঠক।
এর আগে, জয় শাহ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও দায়িত্বে ছিলেন তিনি। আগামী ০১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। আগামী ৬ বছর চেয়ারম্যান পদে থাকবেন তিনি।
আইসিসিকে দেয়া প্রতিক্রিয়ায় জয় শাহ জানান, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি অনেক খুশি। সাড়া বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা বর্তমানে এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্যতা থাকা প্রয়োজন।
সেই সাথে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরো বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করবো আমরা।
চলতি বছরের নভেম্বর মাসে আইসিসির বর্তমান চেয়ারম্যান চাননি গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হচ্ছে। এই মেয়াদসহ টানা ২ মেয়াদে চাননি গ্রেগ বার্কলে এই দায়িত্ব পালন করছেন।