ভারতের কেন্দ্রীয় ব্যাংককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর(আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এই হুমকি দেয়া হয়। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই হুমকি দেয়া হলো।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে। ওই ই-মেইলে লেখাছিলো, বোমা মেরে উড়িয়ে দেব।
বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ। অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি তদন্ত শুরু করেছে।