ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজ সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও সেই অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেননি তিনি। খবর এনডিটিভি।
রবিন উথাপ্পার বিরুদ্ধে ২৩ লাখ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি দাবি করে বলেন, আমি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নই। কারণ যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি এখন আর সেই সংস্থার সঙ্গে আর যুক্ত নেই আমি অনেক আগেই ওই সংস্থা থেকে পদত্যাগ করেছি।
ভারতীয় গণমাধ্যমে রবিন উথাপ্পা বলেছেন, বেশ কয়েকে বছর আগে সেই দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি। ২০১৮-১৯ সালে আমাকে ওই প্রভিডেন্ট ফান্ডের ডিরেক্টর করা হয়েছিল। তখন আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। আমি ওই সংস্থাটির ডিরেক্টর হলেও সরাসরিভাবে কোনও সময়’ই সংস্থাটি’র কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ করি ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার কাছে সময় ছিল না। আমি আরও বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথাও আমি কোনও ভূমিকা পালন করিনি।
তিনি আরও বলেছেন, ওই সংস্থায় যে আর্থিক বিনিয়োগ করেছিলাম, তা এখনও আমি ফেরত পাইনি। এ কারণে আমি নিজেই ওই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলাম। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে আদালতে। কয়েক বছর আগে পিএফ-এর ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।