ভারতের কাশ্মীরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ট্যাক্সি গভীর খাদে গড়িয়ে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক ছিলেন। তারা সকলেই শ্রীনগরের দিকে যাচ্ছিলেন।
ভারতের কাশ্মীরে সড়ক দুর্ঘটনার বিষয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৯ মার্চ) সকালে যাত্রীবাহী একটি ট্যাক্সি শ্রীনগরের দিকে যাচ্ছিল। পরে জম্মু ও কাশ্মীরের রমবান এলাকায় ট্যাক্সিটি যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার পাশের গভীর খাদের মধ্যে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাথে উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআই’য়ের ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তা ভেজা থাকায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।