ঢাকা থেকে হংকংগামী একটি বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় বাংলাদেশি এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় ওই শিক্ষক অচেতন হয়ে পরলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শিক্ষকের নাম মো: নজরুল ইসলাম ডাকুয়া (৪৭)। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার বগিবাজার এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তার ৪ ভাই ও মা যুক্তরাষ্ট্র প্রবাসী।
জানা যায়, মো: নজরুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। বিমানটি হংকং বিমানবন্দরে যাত্রা বিরতির আগেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।