শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

অন্বেষণ ডেস্ক :

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে মুক্তি দিল কাতার

বিশেষ সংবাদ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। এদের মধ্যে ৭ জন এরইমধ্যে ভারতে ফিরে এসেছেন। প্রায় ১৮ মাস সাজাভোগ করার পরে মুক্তি পেয়েছে ভারতীয় এই নৌবাহিনীর কর্মকর্তারা ।

জানা গেছে, মুক্তি পাওয়া সেই ৮জনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। কাতারের দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করা এই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করেছিল কাতার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের আমিরকে তাদের মুক্তি দেয়ার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে ভারত সরকার।

এর আগে, ২০২২ সালের (অক্টোবর) মাসে দোহায় অবস্থিত কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ ওই ৮ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। পরে কাতারের আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরবর্তীতে ভারত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড বাতিল করাতে সক্ষম হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুক্তি পাওয়া সেই আট প্রাক্তন ভারতীয় নৌসেনার হলেন, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

কাতারের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে আসার পর নৌবাহিনীর প্রাক্তন এসব নৌবাহিনীর কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের একজন বলেন, আমরা খুব খুশি যে নিরাপদে নিজ দেশে ফিরে আসতে পেরেছি। এরজন্য অবশ্যই প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ শুধুমাত্র তার ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই এটি সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্টের নিউইয়র্কের একটি...

বগুড়ায় বিদেশি পিস্তলসহ কৃষক লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ কৃষক লীগ নেতা রায়হান আলীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত দেড়টার...

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

ঘুষ দেয়া ও প্রতারণার মাধ্যমে কোটি-কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেয়ার অভিযোগে ভারতের গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি...

ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণের

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মো: শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার...

আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা: হাসনাত

আ.লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা...