যুক্তরাষ্ট্রে দুই দিনে দুই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। যুক্তরাষ্ট্রে দুই জরায়ুর অধিকারী এক নারী একদিন পর-পর দুই সন্তানের জন্ম দিয়েছেন। ২০ ঘণ্টার প্রসববেদনার পর এই দুই সন্তানের জন্ম দেন এই মার্কিন নারী। প্রতি ১০ লাখে একজন নারীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে বলে জানা যায়।
৩২ বছর বয়সী ওই নারীর নাম কেলসে হ্যাচার। তিনি গতকাল মঙ্গলবার একটি কন্যাশিশুর জন্ম দেন। এরপরের দিন বুধবার আরও একটি শিশুর জন্ম দেন হ্যাচার। ইউনিভার্সিটি অব আলাবামার বার্মিংহাম হাসপাতালে ওই দুই সন্তানের জন্ম হয়েছে।
এই দুই ‘মিরাকল বেবি’র জন্মের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দেন হ্যাচার। এমন ঘটনা অবিশ্বাস্য বলে মন্তব্য করেন এই নারী। দুই দিনে দুই শিশুর জন্ম হলেও তাদের ভ্রাতৃত্বপূর্ণ যমজ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
কেলসে হ্যাচার বলেন, আমরা অবকাশ উদযাপনে এখন বাড়িতেই আছি। আমর সন্তান বড়দিনের দিন জন্ম হওয়ার কথা ছিল।
একজন চিকিৎসক জানান, দুই শিশু ও মা সুস্থ আছেন। তিনি জানান, আমার পেশায় কেউ কেউ কখনই এ ধরনের ঘটনা দেখার সৌভাগ্যও পান নি।
১৭ বছর বয়সে তিনি জানতে পারেন তার দুটি জরায়ু রয়েছে। এই বিশেষ ব্যতিক্রম সার বিশ্বের প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ নারীর ক্ষেত্রে এমন ঘটনা দেখা যায়। আর একই সঙ্গে দুটি জরায়ুতে সন্তানধারণের সম্ভাবনা তো একদমই কম।