গত দুই বছর আগে স্ত্রী মারা গেছেন। তবুও শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত ছিল জামাই রমজান শেখের। শুক্রবার (৩০ আগস্ট) রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেয় রমজান। তবে বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ায় হঠাৎ শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি। এতে রমজান শেখসহ পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাহালনগর গ্রামে।
নিহতরা হলেন, কুবরা বিবি (৬২), মর্জিম শেখ (৭০), তাহিরা বিবি (২৮), তৌফিক শেখ (৪) ও রমজান শেখ (৪০)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭জন ভর্তি আছেন। খবর ইটিভি ভারত।
ইটিভি ভারতের প্রতিবেদনে বল হয়েছে, দুই বছর আগে রমজানের স্ত্রীর মৃত্যু হলেও শ্বশুরবাড়িতে ছিল নিয়মিত যাতায়াত তার। দীর্ঘদিন ধরে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে যাচ্ছিল রমজান। কিন্তু সেই প্রস্তাব মেনে না নেয়ায় শুক্রবার (৩০ আগস্ট) রাতে শ্বশুরবাড়িতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত জামাই রমজান।
প্রতিবেশীরা জানান, আগুন লাগার পর তীব্র শব্দে একটি বিস্ফোরণ হয়। সেই শব্দ শুনেই স্থানীয় লোকজন ছুটে আস। তাদের উদ্ধার করতে এসে বেশকয়েক জন আহত হয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে সাগরদিঘি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরতর অবস্থায় বাড়ির সদস্যদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকর তাদের ৫জনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযুক্ত জামাইয়েরও মৃত্যু হয় বলেও জানান তারা।