কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি অবস্থান, কূটনৈতিক চাপ এবং সীমান্তজুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আবারও সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন—যুদ্ধ হলে সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে থাকবে?
বিশ্বের সামরিক শক্তির সূচক হিসেবে বিবেচিত গ্লোবাল ফায়ার পাওয়ারের (GFP) ২০২৫ সালের তালিকা বলছে, ভারত সামরিক শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। পাকিস্তান আছে ১২তম অবস্থানে। চলুন, দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে কে কতটা এগিয়ে।
স্থলসেনা
ভারতের রয়েছে ৪,২০১টি ট্যাঙ্ক এবং ১ লাখ ৪৮ হাজার ৫৯৪টি সামরিক যান। সেলফ-প্রপেলড আর্টিলারি ১০০টি এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (MLRS) ২৬৪টি।
পাকিস্তান: ট্যাঙ্ক ২,৬২৭টি, যানবাহন ১৭ হাজার ৫১৬টি। তবে আর্টিলারির দিক থেকে এগিয়ে—সেলফ-প্রপেলড আর্টিলারি আছে ৬৬২টি এবং MLRS রয়েছে ৬০০টি।
বিমান বাহিনী
ভারত আকাশে ওড়াচ্ছে মোট ২,২২৯টি এয়ারক্রাফট, যার মধ্যে রয়েছে ৫১৩টি যুদ্ধবিমান, ৮৯৯টি হেলিকপ্টার এবং ৮০টি অ্যাটাক হেলিকপ্টার।
পাকিস্তানের হাতে রয়েছে ১,৩৯৯টি এয়ারক্রাফট। এর মধ্যে যুদ্ধবিমান ৩২৮টি, হেলিকপ্টার ৩৭৩টি এবং অ্যাটাক হেলিকপ্টার ৫৭টি।
নৌবাহিনী
ভারতের রয়েছে ২৯৩টি নৌসম্পদ। এর মধ্যে রয়েছে ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট এবং ১৮টি সাবমেরিন। প্যাট্রোলিং ভেসেল রয়েছে ১৩৫টি।
পাকিস্তান তুলনামূলকভাবে পিছিয়ে, তাদের রয়েছে মোট ১২১টি নৌসম্পদ। নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার। তবে আছে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন ও ৬৯টি প্যাট্রোলিং ভেসেল।