লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাছেনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাছেনুর নিজ জমিতে ঘাস কাটছিলেন। এমন সময় বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। পরে টেনেহেঁচড়ে তাকে ভারতে নিয়ে যায় বিএসএফ।
দীর্ঘক্ষণ পরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, “বিষয়টি জানার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পক্ষ জানায়, হাছেনুর বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে মানবাধিকার সংস্থাগুলো সীমান্তে এ ধরনের গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এ বিষয়ে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, “সীমান্তে নিরীহ কৃষকদের উপর বারবার এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত হাছেনুরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাই এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।”
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় ঘাস কাটা বা কৃষিকাজ করতে গিয়ে প্রায়শই স্থানীয়রা বিএসএফের গুলির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।