মাঝারি থেকে ঘন কুয়াশা আরো ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (০৮ জানুয়ারি) সকালে কমেছে তাপমাত্রা এবং কুয়াশা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ জানিয়েছেন, শৈত্যপ্রবাহ না আসলেও ঘন কুয়াশার জন্য দেশজুরে তাপমাত্রা কমেছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা শীত আরো বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের কারণে এই ৩ দিন রোদের দেখা পাওয়ার সম্ভাবনাও কম বলেও জানিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ২দিন মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আজ বুধবার সকালে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ ডিগ্রি সেলসিয়াস।