ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম মারা গেলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
নিহত কারিমুল ইসলাম হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা তিনি পরিবার নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে থাকতেন। তিনি যাত্রাবাড়ীর একটি কাঁচাবাজার আড়তের কর্মচারী ছিলেন। গত এক বছর আগেই বিয়ে করেছিলেন। তার স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে বলেও জানা যায়।
নিহতের পরিবারের স্বজনরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরের দিকে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার মিছিলে ছিল কারিমুল ওই মিছিলে পুলিশ পুলিশ এলোপাতারি গুলি চালালে কারিমুলের বুকেসহ শরীরে ৩টি স্থানে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে আন্দোলনরতরা ওইদিন তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর আজ সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়।