আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। আগামী মাসে লর্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টেস্ট খেলেই বিদায় নেবেন তারকা এই ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ইন্সটাগ্রাম বার্তায় তিনি বলেছেন, চলতি গ্রীষ্মে লর্ডসের ১ম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ।
ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, আমার দেশের প্রতিনিধিত্ব করার, ছোট বেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতাম। ক্রিকেটের সঙ্গে অবিশ্বাস্য ২০টা বছর পার করে ফেলেছি আমি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মুহূর্তগুলোর অভাব ভীষণ অনুভব করব।
অন্যদের স্বপ্ন পূরণের জন্য সুযোগ করে দেওয়া উচিত। যে সুযোগ আমি নিজে পেয়েছি। আমার মতে ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়। পরিবারের সদস্য, সব কোচ, সতীর্থ, সমর্থক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাজেমস অ্যান্ডারসন।
নতুন দিনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছেন, এবার গলফে আরো বেশি সময় দিতে পারবেন অ্যান্ডারসন।
৪১ বছর বয়সী এই পেসার টেস্ট ক্যারিয়ারে ৭০০ উইকেট নিয়েছেন। ইতিহাসের ৩য় বোলার ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যান্ডারসনের ওপরে এখনো আছেন আরও দুইজন।
৮০০ উইকেট নিয়ে সবার ওপর আছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে ২য় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন।