২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই দলের অধিনায়ক করা হয়েছে ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে।
দলে সূর্যকুমারসহ জায়গা পেয়েছেন ভারতের আরও ৪ ক্রিকেটার। তবে আইসিসির বর্ষসেরা দলে নেই অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার। এশিয়ার অন্য কোনো দেশের ক্রিকেটারও নেই এই তালিকায়।
ভারতের বাইরে থেকে সর্বোচ্চ দুইজন জায়গা পেয়েছে জিম্বাবুয়ে থেকে। এ ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের রয়েছেন একজন করে ক্রিকেটার। আইসিসির সহযোগী সদস্যদেশ উগান্ডারও আছেন একজন। যে ১১ ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে ৩জন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারেও মনোনীত। এরা হচ্ছেন সূর্যকুমার, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং উগান্ডার আলপেশ রামজানি।
আইসিস’র বর্ষসেরা টি-টোয়েন্টি দল: যশ্বসী জয়সওয়াল (ভারত), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), ফিল সল্ট (ইংল্যান্ড), সূর্যকুমার (অধিনায়ক, ভারত), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আল্পেশ রামজানি (উগান্ডা), রবি বিষ্ণয় (ভারত), মার্ক অ্যাডেয়ার (আয়ারল্যান্ড), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও আর্শদ্বীপ সিং (ভারত)।