নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে তীব্র সমালোচনার জবাব দিলেন সৌম্য সরকার। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রান করে সাজঘরে ফিরেছিলেন সৌম্য সরকার। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই টাইগার ব্যাটার সৌম্যই আজ পথ দেখালেন বাংলাদেশকে। কোনো ব্যাটারই যখন উইকেটে দারাতে পারছিলেন না, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটার হিসেবে আজ সবচেয়ে বড় ইনিংসটি খেলেছেন সৌম্য।
নেলসনের স্যাক্সটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ২৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগার ব্যাটার সৌম্য ১৫১ বলে একাই করেছেন ১৬৯ রান।
বাংলাদেশ ব্যাটারদের আউট হওয়ার শুরুটা হয় ওপেনার এনামুল হক বিজয়কে দিয়ে। প্রথম ইনিংসের ৫ম ওভারে ২য় স্লিপে দাঁড়ানো টম লাথামকে ক্যাচ দেন তিনি। এডাম মিলনের বলে আউট হওয়ার আগে ১২ বলে করেন মাত্র ২ রান। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও রানটা বড় করতে পারেননি। ৯ বলে ৬ রান করে ফ্লিক করতে গিয়ে কাভারে দাঁড়নো হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেন শান্ত। এরপর লোপ্পা ক্যাচ দিয়ে এই ডাফির করা পরের ওভারে ফিরে যান লিটন দাসও। ১১ বলে ৬ রান করে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দেন তিনি।
দলীয় ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য সরকারের সঙ্গী হন তাওহীদ হৃদয়। তাদের দু’জনের জুটিতে ধীরে ধীরে রান বড় হচ্ছিল রান। কিন্তু এবার দুর্ভাগ্যই সঙ্গী হয় বাংলাদেশের। ক্লার্কসনকে স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে সেটি বোলারের আঙুল ও ট্রাউজার ছুয়ে যায় নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। এগিয়ে থাকা হৃদয় রান আউট হয়ে যান ১৬ বলে ১২ ১২ রান করেন।
নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলার পর আউট হন সৌম্য সরকার। এর আগে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান ছিল ১৪৯। সৌম্য আউট হওয়ার পর দলের ইনিংসও আর বেশিদূর যায়নি। যোগ করতে পেরেছে কেবল মাত্র এক রান বাংলাদেশের দলীয় সংগ্রহ ২৯১ রান।