বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান স্পর্শ করলেন ওপেনার তামিম ইকবাল। বিপিএলে খুলনার বিপক্ষে ম্যাচের আগে ৩ হাজার রান থেকে মাত্র ৩৫ রান দূরে ছিলেন তামিম। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে এই আসরে প্রথম তিন হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন তিনি।
সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের ২য় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে তামিমের ফরচুন বরিশাল, তিন হাজার রানের মাইল ফলক স্পর্শের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল দেশসেরা এই ওপেনারের। খুলনা টাইগার্সের স্পিন বোলার নাসুম আহমেদের ১২তম ওভারের ১ম বলে সিঙ্গেল নিয়ে এই মাইল প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইল ফলক পূরণ করেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন বরিশালের এই অধিনায়ক।
তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছন তার সতীর্থ মুশফিকুর রহিমও। আর মাত্র ২৪ রান করলেই ২য় ব্যাটার হিসেবে স্পর্শ করবেন তিন হাজার রান তিনি। এই তালিকায় তিনে আছেন ফরচুন বরিশালের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের ম্যাচের আগে তার রান ছিল ২ হাজার ৩০২। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে ২৭ রান করেন মাহমুদুল্লাহ।