চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রথম সেমিফাইনালে গতকাল ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অজিদের বিদায়ের পর আজ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া অজি ব্যাটার ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়ার একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ হারের পরই সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলেন হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টিভেন স্মিথ। যেখানে ১২ সেঞ্চুরিতে তার মোট রান ৫ হাজার ৮০০। দুবাইয়ে মঙ্গলবার (০৪ মার্চ) ওয়ানডে ফর্মেটে ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রানের ইনিংসটি ছিলে তার ক্যারিয়ারের শেষ ইনিংস। ১২টি শতকের পাশাপাশি স্মিথ ৩৫টি অর্ধশতকও করেছেন।
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন স্টিভেন স্মিথ। সাম্প্রতিক সময়ের আলোচিত ‘ফ্যাব ফোর’এর একজন ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেও এখনও টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট খেলার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি তিনি। ফলে ধরে নেওয়া যায়, এখনও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
মূলত, তরুণদের সুযোগ করে দিতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ। বিদায়ের বেলায় স্মিথ বলেছেন, ‘এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার উপযুক্ত সময়, তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত।’
প্রসঙ্গত, স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ২টি ওয়ানডে বিশ্বকাপ, ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসহ অনেক ট্রফি জিতেছেন। এছাড়াও, ২০১৫ সালে জিতেছেন আইসিসির বর্ষসেরা খেলোওয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।