বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনও কিছুর দায় নেবে না বলে জানিয়েছে ইসকন (সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বাংলাদেশ শাখা। তবে চিন্ম কৃষ্ণের দায় বাংলাদেশ শাখা না নিলেও ইসকনের প্রধান শাখা ইসকনের এই সাবেক নেতার পাশ দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময় দাস কৃষ্ণ’কে নিয়ে এক্স হান্ডেলে একটি পোস্ট করেছে ইসকন। ওই পোস্টে ইসকনের প্রধান শাখার পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষেই আছে। সকল ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান শ্রী কৃষ্ণের কাছে প্রার্থনা করি।
এর আগে, ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে বলা হয়েছিলো, যেহেতু চিন্ময়কে আগেই বহিষ্কার করা হয়েছে তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। আর তার কোনও কর্মকাণ্ডের দায়ও নেবে না ইসকন বাংলাদেশ শাখা।