রাজবাড়ীতে দুর্গাপূজার একদিন আগে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টেবর) সকালে সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে এ ঘটনা ঘটেছে।
এদিকে, গতকাল সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমা ভাঙচুরের বিষয়টি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই ঘটনার সঠিক তদন্ত দাবি করে জড়িতদরে বিচার চান।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) শামিমা পারভীন জানান, গতকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনও এক সময় কে বা কারা মন্দিরের ভেতর ঢুকে দুর্গা প্রতিমাসহ ৫টি প্রতিমার মুখের কিছু অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে। এবং এঘটনার সঙ্গে যারা জড়িত রয়েঠে তাদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা জেলা শহরের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে দুর্গাপূজার মন্দির কর্তৃপক্ষকে বার-বার অনুরোধ করেছি। তবে এই ঘটনা ঘটার পর বুধবার (০৯ অক্টেবর) সকালে তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে।