বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। গতকাল বুধবার (১৮ অক্টোবর) শেরপুর থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে বিকাল সাড়ে চারটায় এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
এই সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন। এতে সভাপতিত্ব করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। এই সভায় শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক, শেরপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক ও শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা কমিটির ধর্মীয় সম্পাদক চঞ্চল কুন্ডু, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শেরপুর শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভ কুণ্ডু, সাধারন সম্পাদক দেবাশীষ ঘোষ অপু প্রমুখ।
আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার ৯৪ টি দুর্গাপূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শেরপুরের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবছর শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলায় চার স্তরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য থানা পুলিশ, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের দায়িত্ব পুলিশের কর্মকর্তারা নিয়োজিত থাকবে। এছাড়া দূর্গা পুজোর দিনগুলোতে প্রত্যেকটি ইউনিয়নে দিনে ও রাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।