শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার শেরপুরে বস্ত্র বিতরণ করেছে ঐতিহাসিক মা ভবানীর মন্দির কমিটি। বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার রয়ের সৌজন্যে শুক্রবার বেলা ৩ টায় মন্দির প্রাঙ্গনে সাড়ে ৪ হাজার হিন্দু ও মুসলীম সম্প্রদায়ের নারী-পুরুষর মাঝে শাড়ি, ধুতি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ কুমার দেবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও বিশেষ অতিথি ছিলেন পুলিশের এআইজি সুনন্দা রায়। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরিমল দত্ত।
পূজা উদযাপন পরিষদের শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষ, সাংগাঠনিক সম্পাদক বাধনকৃষ্ণ কর্মকার, ভবানীপুর মন্দির কমিটির নেতা চন্দন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় নেতা অমৃত লাল সাহা, মন্দিরের তত্বাবধায়ক তপন ব্যনার্জি, অপূর্ব চক্রবর্ত্তী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতীর দেশ। এ দশে সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ধর্মীয় উৎসব পালন করেন। তাই এখানে উগ্র মৌলবাদের কোন স্থান নেই। তিনি সম্প্রিতী বজায় রেখে শারদীয় দূর্গোৎসব উদযাপনের জন্য সকলের প্রতি আহবান জানান।