বগুড়ার শেরপুরে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১ টায় মেসার্স সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের উদ্যোগে এই হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠান আল হারামাইন ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী মক্কা প্রবাসী আলহাজ্ব মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
হাজী সম্মেলনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম আসাদুজ্জামান দুলু, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: শহিদুল ইসলাম বাবলু, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক সহকারী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: মোকাল্লেম হোসেন, আলহাজ্ব মো: আবু হামিফা, আলহাজ্ব মো: সরোয়ার হোসেন, আলহাজ্ব আবু বকর, জামুর আলিম মাদ্রাসার সহকারি আলহাজ্ব মাওলানা মো: রেজাউল করিম, মেসার্স সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো: আব্দুল মান্নান, পরিচালক আলহাজ্ব রেদওয়ান রাকিব, আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, আলহাজ্ব রেজাউল করিম সুরুজ সহ প্রায় ৮ শো দাওয়াতী হাজী এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে মতবিনিময়ে হাজীদের করনীয় ও হজ্ব পরবর্তী নিয়ম-কানুনের বিষয়ে আলোচনা সহ দেশ ও জাতীর জন্য দোয়া কামনা করা হয়।