শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে: উপদেষ্টা আসিফ

বিশেষ সংবাদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে। অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে ফেলা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন আসিফ মাহমুদ।

তিনি জানান, সাধারণ ভোক্তাদের দুর্ভোগ কমাতে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সকল বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে বর্তমান সরকার।

ভোক্তাদের যেন সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় সেই জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি জানান, দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভেঙে ফেলা হবে।

বেসরকারি খাতে ঋণ সুবিধা দেওয়ার জন্য এই সরকার সাহায্য করবে জানিয়ে উপদেষ্টা নাহিদ আরো জানান, দেশের সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর। আর বাজার সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে পণ্যের দাম প্রায় ৩০ শতাংশ বাড়ে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম মো: সফিকুজ্জামান।

তিনি জানান, দেশে সমবায় পদ্ধতি এখনো চালু করা হয়নি। ৪/৫ হাত বদলে দাম বাড়ছে সব নিত্যপণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে দেশের বাজারে এই অস্থিরতা থাকত না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদফতরের মহাপরিচালক মো: আলীম আখতার খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ