অনিবার্য কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করা হয়েছে। ৩ দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটির জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মো: মামুনুল হক একটি চিঠি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মে: মোশারফ হোসেন খান জানান, এইমাত্র মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত করার চিঠি হাতে পেয়েছি।আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তায় ১৮ তারিখ থেকেই সব কটেজ ও রিসোর্টগুলোতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি সফর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জন্য সাজেকের সব রিসোর্ট, কটেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় রাঙামাটি জেলা প্রশাসন ও রিসোর্ট-কটেজ মালিক সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই পাঁচ দিন পর্যটকদের সাজেক ভ্রমণ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছিল।