হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
সকালে অভিনেত্রীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আদালতে হাজির করে।
এর আগে, গতকাল রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর বিরুদ্ধে ভাটারা থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সক্রিয় ছিল।
থানাসূত্রে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে রাজধানীতে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান পরিস্থিতিতে সহিংসতার সময় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে থানায় নেওয়া হলেও পরে ডিবির কার্যালয়ে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটান। এরপর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার একাধিক ছবিতে অভিনয় করে তিনি পরিচিতি পান। এছাড়া তিনি মডেলিং ও সঞ্চালনাতেও নিয়মিত কাজ করছেন।