আ. লীগের আমলে উন্নয়নের নানা গালগপ্প শোনানো হলেও ভেতরে ছিল ফাঁপা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, বিগত সরকারের আমলে আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে উমামা ফাতেমা বলেন, দেশটির সঙ্গে আমাদের কি-কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি ক্ষতিয়ে দেখার সময় এসেছে।
দেশের উন্নয়ন বাজেটের ৭ লাখ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ বিগত সরকার ও তার আমলারা খেয়েছে বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমে। তিনি বলেন, তারাই এই দেশের ধ্বংসের জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি।