বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাহিন সরকার নিজ ফেসবুক একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা। বর্তমান সরকারের ৪ মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গড়িমসি করা দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের শামিল। ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে মঙ্গলবার (১৭ ডিসেম্বর সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হবে।
মাহিনের এই ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পাশে আছি। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। ওই পোস্টে তিনি ‘আইএমউইথমাহিন’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।
মাহিন সরকার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে সকল সচেতন ছাত্র-নাগরিক’কে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভূমি অথবা মৃত্যু এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করব।