আওয়ামী লীগ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমামে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কিত বোধ করেছেন বলে জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং সাময়িক স্থগিত, এমন বক্তব্য আতঙ্কের।”
মঙ্গলবার (০১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবিধানিক সংস্কার ও জুলাই সনদের প্রস্তাব’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখছি না। উপরন্তু, যেভাবে আওয়ামী লীগের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করা হচ্ছে, তা আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।”
আলোচনা সভায় ণ-অধিকার পরিষদের সভাপতি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে। “যে দলগুলোর ভূমিকা জনগণের বিরুদ্ধে গেছে, তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অবস্থান নেওয়া দরকার।”
নুর বলেন, সরকার রাষ্ট্রের সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তিনি বলেন, “সরকারে আছেন বলে নিজেদের সর্বেসর্বা ভাববেন না। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন এবং রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন।”
তিনি আরও বলেন, “পুরোনোদের মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। তরুণ প্রজন্মের মতামত উপেক্ষা করলে জনগণের আস্থা ফিরবে না। সাংবিধানিক সংস্কারে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”