আওয়ামী লীগ প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে অভিযোগ করে তারেক রহমান বলেন, আপনারা সবাই জানেন, ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার বাংলাদেশে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করে, পরে আওয়ামী লীগ ক্ষমায় গে সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে, নিজেদের নেতাকর্মীদের মাঝে ভাতার অর্থ বিলিয়ে দেয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা প্রতিবন্ধীদের জন্য ভাতার অর্থের পরিমাণ বাড়িয়ে, তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই। প্রতিবন্ধী ভাতার নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে, আমরা সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যাতে একজন প্রতিবন্ধীও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে দেশের অন্য সকল নাগরিকের মতো আপনাদেরও নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিশুতিবদ্ধ থাকবে। আপনাদের জন্য সুচিকিৎসা ব্যবস্থ্যা, শিক্ষার সুযোগ, সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্যে সহজ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সকলের প্রতিবন্ধকতা। আমি বিশ্বাস করি, আপনাদের পেছনে রেখে আমরা কখনও এগিয়ে যেতে পারি না, আর আমারা এগিয়ে যেতেও চাইও না। আমরা সবাই মিলে একসঙ্গে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য বাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য। আসুন, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, এবং উদারতান্ত্রিক সমাজ নির্মাণ।