বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, আওয়ামী লীগ রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারে, আর দিনের বেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে। তার মতে, আ. লীগ দলটি হলো নাটকের নায়ক-নায়িকাদের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
গণ-সমাবেশে মামুনুল হক বলেছেন, সামনে সনাতন সম্প্রদায়ীদের দুর্গাপূজা। এ পূজায় তাদের সব দিক দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো রকমের সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আ. লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। আর এখন এদেশে আওয়ামী লীগ নেই, এখন কোনও ধরনের সহিংসতা করা যাবে না। আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে।
এ সময় জুলাই বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মামুনুল হক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া কাপুরুষের মতো আচরণ। জুলাই বিপ্লব হলো মানুষের মুক্তির বিপ্লব, এটি স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব। জুলাইয়ের এই বিপ্লবকে ধরে রেখে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মা: আবুল হাসানাত জালালী প্রমুখ।