আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং রাজনৈতিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দায়িত্ব পালনে কেউ যদি নিষ্ক্রিয় থাকে বা ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শুধু দায়িত্বে অবহেলাই নয়, বদলির পর যারা নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই অবস্থান করছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নত হয়, সেই লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ৪টি থানা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিদর্শনের শুরুতেই তিনি সকাল ১১টায় রাজধানীর বিমানবন্দর থানায় পৌঁছান। সেখানে থানার বিভিন্ন কক্ষ, ক্যান্টিন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ নেন ক্যান্টিনের খাবারের মান এবং দাপ্তরিক পরিবেশ সম্পর্কে। পাশাপাশি থানার বাইরে উপস্থিত স্থানীয়দের সঙ্গেও কথা বলেন এবং এলাকাবাসীর অভিযোগ জানতে চান।
থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শুধু রাজধানী নয়, সারা দেশের থানা পর্যায়ে এই ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত করা হবে। এর মাধ্যমে পুলিশি সেবার মান উন্নয়ন এবং জনগণের প্রতি পুলিশের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।