আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং বাজারে সয়াবিন তেলের কোনও সংকট থাকবেনা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বাজারে তেলের সংকট নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন, তেলের বাজারকে বৈচিত্র্যময় করতে চেষ্টা চলছে। বিগত সময়ে ৬ লাখ টন ক্রুড অয়েল ভারতে পাচার হয়ে যেত। পরিশোধন সক্ষমতা অর্ধেক। সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। লাখটনের বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে।
তিনি বলেন, ‘আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। বাজারে তেল সরবরাহের যে ঘাটতি রয়েছে সেটাও দূর হবে বলেও জানিয়েছেন তিনি।
সয়াবিন তেলের সঙ্গে খুচরা বিক্রেতাদের অন্য পণ্য নিতে বাধ্য করার বিষয়ে তিনি উল্লেখ করে সেখ বশির উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। একটি পণ্যের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।