ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
বুধবার (২১ মে) সকাল থেকেই নির্বাচন ভবনের আশপাশ এলাকায় পাঁচ স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। মূল ভবনের সামনের রাস্তা ঘিরে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। আগত সবার চলাচলে ছিল কড়া নজরদারি।
পুলিশের পাশাপাশি এলাকাজুড়ে সতর্ক অবস্থানে ছিল র্যাব, বিজিবি, সেনা সদস্য ও কোস্ট গার্ড। কারও সন্দেহজনক গতিবিধি দেখলেই জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এনসিপির দাবি, এ ঘটনায় কমিশন বিএনপিকে একধরনের বাড়তি সুবিধা দিয়েছে।
শুধু তা–ই নয়, দলটির অভিযোগ, বর্তমান ইসি একটি ‘একতরফা ফ্যাসিস্ট সরকারের’ অধীনে গঠিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ। ফলে তারা কমিশনের পূর্ণাঙ্গ পুনর্গঠনের দাবি জানিয়েছে।
বিক্ষোভ ঘিরে নির্বাচন ভবনের আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইসির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।