ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর ভাষ্য, এই জটিলতা না কাটলে সরকার কোনো সিদ্ধান্তে যেতে পারছে না।
সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা আসিফ।
তিনি বলেন, “ইশরাক হোসেনের শপথ নিয়ে আইনগত বিষয়গুলোর নিষ্পত্তি এখনো হয়নি। মেয়াদের হিসাব ও নির্বাচনী নিয়ম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে রয়েছে, তাই এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।”
চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “নগরবাসীর ভোগান্তি যাতে না বাড়ে, সেটা আন্দোলনকারীদের মাথায় রাখতে হবে। আন্দোলন হোক, কিন্তু জনগণের কষ্ট যেন না হয়—এমনভাবে করতে হবে।”
তিনি আরও বলেন, “দায়িত্বশীল আচরণ করতে হবে সবাইকে। আইন মেনে, ধৈর্য ধরেই এই জটিলতার সমাধান হতে হবে।”
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, “সীমান্তবর্তী স্টেডিয়ামগুলোতে যেন কোনো ম্যাচ না হয় এবং খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে।”
বিসিবির পরবর্তী নির্বাচন নিয়েও উপদেষ্টা ইঙ্গিত দেন, এখানেও আইনি ও সাংগঠনিক কিছু জটিলতা রয়েছে। তাঁর ভাষায়, “এই মুহূর্তে দ্রুত সময়ে নির্বাচন সম্ভব নয়। কিন্তু আলোচনা চলছে, চেষ্টা হচ্ছে সমাধানের।”