ইসকনকে জঙ্গি সংগঠন অ্যাখ্যা দিয়ে সারাদেশে এই সংগঠনটির সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে শহরের হাজারীলেইনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামীর নেতারা এসব কথা বলেন।
সমাবেশে হেফাজতে ইসলামীর নেতারা বলেছেন, ইসকন কোনও ধর্মীয় সংগঠন নয়। ইসকন হলো একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। বিভিন্ন দেশে ইতিমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতের তারা। গতকাল জুমার নামাজ শেষে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানিয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনটির নেতা-কর্মীরা। যারা ধর্মীয় সহিংসতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারীও হেফাজতে ইসলমের নেতারা।