এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার (০৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ জেড মো: মোরশেদ আলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে অবগত করা হবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সংঘর্ষ ও সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
৩ দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরবর্তীতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।