এইচএসসিতে সচিবালয়ে পাসের দাবিতে সচিবালয় ঘোরাও করেছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্তত ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটকৃতদেরকে পুলিশের ২টি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
এর আগে, এইচএসসিতে পাসের দাবিতে আজ দুপুর ২টা পৌনে ৩টার দিকে শত শত শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, আবু সাঈদ, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র ছাত্রসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
সচিবালয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ জানান। পরে বিক্ষভকারী শিক্ষার্থীরা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় ছাত্র-ছাত্রীদের ওপর লঠি চার্জও করা হয়।