এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১২ মে । রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে (এসএসসি) পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সাথে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
বৃহস্পতিবার (০২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে স্বাক্ষর করেছেন।
নিয়ম অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমতি ও সময়সূচি নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়ে থাকেন। প্রধানমন্ত্রী যে তারিখ দেন, সেই তারিখে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়।
গত (১৫ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।