এসিড অপরাধে যাবজ্জীবন কারাবন্দির মৃত্যু। ঢামেক হাসপাতালে এসিড অপরাধের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো: শাহ আলী (৫৯) নামের ১ কারাবন্দির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে অসুস্থ অবস্থায় গতকাল বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে শাহ আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভাত হারিয়া গ্রামের মৃত মো: দারোগ আলীর ছেলে মো: শাহ আলী।
কারা কর্তৃপক্ষ জানান, শাহ আলী রায়গঞ্জ থানার এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানায় কারা কর্তৃপক্ষ ১টি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।