কক্সবাজারে মালয়েশিয়া যাওয়ার সময় ১৫০ রোহিঙ্গা উদ্ধার। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কক্সবাজার টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার বিকল হয়ে জীবন রক্ষা হয়েছে ১৫০ রোহিঙ্গার। ওই ট্রলারে নারী ও শিশু সহ দেড়শত রোহিঙ্গা ছিল বলে জানিয়েছে স্থানীয় লোকজন। ট্রলারটি সাগরে যান্ত্রিক সমস্য দেখা দিলে তিন দিন ধরে সাগরে ভাসমান অবস্থায় ছিল।
টেকনাফ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে টেকনাফের সমুদ্র উপকূলে দেড়শত রোহিঙ্গা সহ একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয় জেলেরা ট্রলারটি আটকে রাখে।
পরে দুপুরে স্থানীয় লোকজন ও জেলেরা সাগরে ভাসমান ট্রলারটিকে টেনে টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাশে সৈকতে মহেষখালী পাড়া ঘাটে নিয়ে আসে থানা পুলিশ ও কোস্ট গার্ডকে খবর দেয়। এরপর ট্রলারে থাকা শিশু ও নারীরা কান্নাকাটি করে ট্রলার থেকে নেমে পড়ে। পুলিশ ও কোস্ট গার্ড আসার আগেই ট্রলার থেকে নামা রোহিঙ্গারা সটকে পড়ে।
এই বিষয়ে তথ্য নিশ্চিত করে টেকনাফ সদর ইউপি সদস্য মো: জহীর আহমদ মোবাইলে জানান, কক্সবাজার সাগরে রোহিঙ্গা বোঝাই একটি মালয়েশিয়াগামী ট্রলার ভাসমান দেখে জেলারা টেনে কূলে নিয়ে আসে। ট্রলারে দেড়শ রোহিঙ্গা যাত্রী ছিল।
সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বসবাসকারী। এদের মধ্য বেশির ভাগই শিশু ও নারী ছিল। মহেষখালী ঘাটে ওই ট্রলারটি এখনো ভাসমান অবস্থায় রয়েছে। তবে রোহিঙ্গারা যে যার মতো চলে গেছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জোবাইর জানান, কক্সবাজারে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহি ট্রলার টেকনাফে কূলে ফিরে আসার খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর উপকূলে একটি যাত্রীবিহীন ট্রলার দেখতে পায়। তিনি জানান, পুলিশ পৌঁছার আগেই ট্রলার থেকে নেমে রোহিঙ্গারা সটকে পড়ে।
এ বিষয়ে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার সোলেমান জানান, এ ধরনের একটি সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে ফাঁকা ট্রলারের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আমার খোঁজ খবর নিচ্ছি।