কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। গত ১০ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
শনিবার (১৮ মে) রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেকটা কমেছে। ফলে ১০ দিন আগে যে কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তার দাম ২০০-২২০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এসময়ে কাঁচা মরিচের দাম দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। ১ কেজির কম কিনলে বিক্রেতারা আরো বেশি দাম চাচ্ছেন।
কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা করে বিক্রি করছিলেন একজন বিক্রেতা। তিনি জানান, বৃহস্পতিবারও (১৭ মে) কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দামে বিক্রি করেছিলাম। মাত্র ২ দিনের মধ্যে আবার দাম বেড়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের এই সময়টাতে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে বাইরে থেকে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। তবে এবার কাঁচা মরিচের দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে দাম নিয়ন্ত্রণে আনার জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত বছর কোরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচ প্রতি কেজিতে ৭০০ টাকা পর্যন্ত উঠেছিলো। তখন দাম নিয়ন্ত্রণের জন্য সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিলো।