কালিয়াকৈরে ৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রতন আলীর বিরুদ্ধে ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ছাত্রীর পিতা
মো: আলী আহম্মেদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা যায়নি। ওই ঘটনায় অভিযোগ হলে কালিয়াকৈর থানা পুলিশ ছাত্রীসহ অভিযুক্ত শিক্ষককে খুঁজছে। অভিযুক্ত শিক্ষক ঢাকার ধামরাই থানার জামিরাবাড়ী এলাকার মো: বেলায়েত হোসেনের ছেলে রতন আলী। তিনি সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
জানা গেছে, কালিয়াকৈরে হাটুরিয়াচালা এলাকার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ছয় মাস আগে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তিনি ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিনি নিজের চিকিৎসার কথা বলে তিন দিনের ছুটি নিয়ে চলে যায়।
ওই ছাত্রী রোববার (২৬ নভেম্বর) সকালে প্রাইভেট পড়ার কথা বলে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির আরেক মেধাবী ছাত্রীর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও অভিযুক্ত শিক্ষক ও ছাত্রীর কোনো খোঁজ পায়নি। কালিয়াকৈর থানা পুলিশ ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় শিক্ষককে খুঁজছে।