শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় গরু বহনকারী ট্রাক উল্টে দুই ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ সংবাদ

কুমিল্লায় গরু বহনকারী ট্রাক উল্টে দু‘জন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মঞ্জুরুল আলম জানান, ঢাকা থেকে একটি ট্রাক ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিলো। কোরবানির পশুর হাটে গরুগুলো বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন তারা। এ সময় ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে যায় ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে মো: রাসেল নামের একজনের পরিচয় আমরা পেয়েছি। অন্য জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, দু‘জনেই গরু ব্যবসায়ী ছিলেন।

কুমিল্লায় গরু বহনকারী ট্রাক দুর্ঘটনার বিষয়ে তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ৩টি গরু মারা গেছে। আরও ১৪টি গরু স্থানীয় লোকজনের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ