কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পথে মোটরসাইকেল-বাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই বন্ধু। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম, মো: মজিবুর রহমান নাদিম (২৪)। তিনি রাজধানীর দক্ষিণখান এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন, সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)।
আহত সাব্বির হোসেন জানান, আমরা ৩ বন্ধু ঢাকায় একটি কাজ শেষ করে সবাই মিলে কুমিল্লায় রসমালাই খেতে যাওয়ার পরিকল্পনা করি। আমার বন্ধু নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলো আর আমরা দু’জন পেছনে বসে ছিলাম। যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদিম মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বলেন, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।