কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা মো: মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার বাহারছড়া গ্রামের মো: নুরুল আবছারের ছেলে মো: বদরুল হাসান রিয়াদ (২৬)।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৫ বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনাচর্জ (ওসি) মো: লোকমান হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। পথে মধ্যে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চলমান রয়েছে।