কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশাযোগে নানার বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ (৩২) আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহাসড়কে ৫টি গাড়ি ভাঙচুর করে।
নিহতরা হলেন, মো: জুনায়েদ (১২) ও ফাহিমা আক্তার (৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের সন্তান
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নানার বাড়িতে রেখে আসার জন্য সিএনজি চালক জাহাঙ্গীর আলমের ছেলে ও মেয়ে তার কাছে বায়না ধরে। এরপর সারাদিন সিএনজি চালানোর পর জাহাঙ্গীর আলম রাতে বাড়ি ফিরে এসে তাদের নানার বাড়িতে দিয়ে আসতে যান। এসময় পথি মধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুরা এলাকায় পৌছাঁলে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ফাহিমা আক্তারও মারা যায়। এসময় নিহতদের বাবা জাহাঙ্গীর আলমসহ আরও দুইজন আহত হয়েছেন।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো: শাহিনুল ইসলাম জানান, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটে করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে ঘটনস্থল থেকে চালকেরা পালিয়ে গেছে। উত্তেজিত জনতা নিউ সুগন্ধা পরিবহনের ৫টি বাস ভাঙচুর করেছে।