কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ হারালেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়ামান সাদিক। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। তবে স্টার্টআপ বাংলাদেশ ও জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের জন্য কোনও কারণ জানাননি।
চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। এর প্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল হতে পারে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লিখিছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।