শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

বিশেষ সংবাদ

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা সদরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার মো: আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, নুরুল রবিবার দুপুরে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তার বিপরীত দিক থেকে আসা ১টি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে।পরে স্থানীয়রা নুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মানিকছড়িতেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত এ বিষয়ে, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটরসাইকেল চালক নুরুল কাদেরকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ