খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে স্থানীয় মহিলারা ঝাড়ু নিয়ে মিছিল করেছেন। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নিরালা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
আজ দুপুরে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ঝাড়ু মিছিল কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের সামনের রাস্তায় ঘুরে মূল ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় স্থানীয় আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, মাহবুবুর রহমান খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর থেকেই শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট হয়ে দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলের অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে হবে।
তারা আরও বলেন, একটি বিশেষ পরিবারের কোনও নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না।
এর আগে, সোমবার (০৩ মার্চ) খুলনা মেডিকেলের চিকিৎসকরা মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।