ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের তার নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির জিমনেসিয়াম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর খালিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি গাছ থেকে নিচে নামানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।